কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।
রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে নিউজবাংলাকে জানান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
নিহতরা হলেন ওই অটোরিকশার যাত্রী তাড়াইল উপজেলার দামিহা এলাকার বৈদ্যুতিক মিস্ত্রী দেলোয়ার হোসেন এবং ভাওয়াল আদলপুর ভূইয়াবাড়ি এলাকার পল্লী চিকিৎসক আসাদুজ্জামান বাবলু।
আহতরা হলেন অটোরিকশাচালক বাদল, যাত্রী মোহাম্মদ আলী ও পপি আক্তার। মোহাম্মদ আলী ও পপি আক্তার কিশোরগঞ্জ জেনারেল হাসাপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও বাদল চিকিৎসাধীন।
ওসি আবু বকর জানান, সিএনজিচালিত অটোরিকশাটি তাড়াইল থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এই সময় জালালপুর আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালক ও পাঁচ যাত্রী আহত হন।
তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার মারা যান। পরে আসাদুজ্জামান বাবুলকে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ওসি জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।
মরদেহ দুটি ময়নাতদন্ত না করার আবেদন করলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।